
কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার মতবিনিময় ও কার্ড বিতরণ।।
সুলতান মাহমুদ স্টাফ রিপোর্টার । কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা, আলোচনা ও সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার (২৯ ডিসেম্বর) বাদ মাগরিব ভেড়ামারা মধ্যবাজারস্থ সংস্থার উপজেলা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংস্থার ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম লালটু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর খাঁন, সহ-সভাপতি হাসানুল কবির রনি, সাধারণ সম্পাদক মোঃ নাঈম হোসেন অয়ন এবং সাংগঠনিক সচিব আসাদুজ্জামান টগর। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-অর্থ বিষয়ক সচিব শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, দপ্তর বিষয়ক সচিব আল আমিন আকাশ, প্রকল্প বিষয়ক সচিব মোঃ নাজিরুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সচিব মীর সাজ্জাদ হাসান সাজু এবং নতুন সদস্য সম্পদ কুমার প্রামানিকসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বক্তারা সংগঠনকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সমাজের অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা প্রদানই এই সংস্থার মূল লক্ষ্য। মানবাধিকার রক্ষায় এবং আর্তমানবতার সেবায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে সংস্থার নতুন ও পুরাতন সদস্যদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পরিচয়পত্র (কার্ড) বিতরণ করা হয় এবং সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।।
Reporter Name 








