০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভেড়ামারাবাসী বেওয়ারিশ কুকুর আতংকে! নাঈমের মত আর কত শিশু ক্ষতবিক্ষত হলে পৌর কর্তৃপক্ষের টনক নড়বে???

  • Reporter Name
  • Update Time : ০৭:২০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৬ Time View

ভেড়ামারাবাসী বেওয়ারিশ কুকুর আতংকে! নাঈমের মত আর কত শিশু ক্ষতবিক্ষত হলে পৌর কর্তৃপক্ষের টনক নড়বে???

জাহাঙ্গীর খাঁন। কুষ্টিয়ার ভেড়ামারায় বেওয়ারিশ পথ কুকুরের অত্যাচারে অতিষ্ঠ ভেড়ামারা বাসী। যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভেড়ামারা বাসী। ভোর থেকে শুরু হয় ছাত্র ছাত্রীদের কোচিং। অপরদিকে রাস্তার রাজা রাস্তা দখল করে শুয়ে থাকে পথ কুকুরের দল। প্রায় বাচ্চাদের ঘেউ করে তেড়ে যায় এমনকি কামড় ও মারে হরহামেশাই। ভয় পেয়েও অনেক বাচ্চা রাস্তায় জ্ঞান ও হারানোর ঘটনা ঘটেছে।গতকাল ২৭ সেপ্টেম্বর মা সাথে থেকেও রক্ষা করতে পারেনি শিশু নাঈম কে। নাঈম(৫) নামের শিশু বাচ্চাটিকে কুকুর কামড়িয়ে ক্ষতবিক্ষত করেছে। ভেড়ামারা সিএনজি স্ট্যান্ডে মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওই একই কুকুর কিছুক্ষণ পর সিএনজি স্টেশনের পাশেই বেঁধে রাখা একটি ছাগলকে কামড়ায়। আজও সকাল ৬ টার কাচারীপাড়াস্থ মন্দির রোডে ২ টা বাচ্চা কে কুকুর তেড়ে গেলে তারা চিল্লাতে চিল্লাতে দৌড় দিতে গিয়ে পড়ে গিয়ে ১ জন অজ্ঞান হয়ে পড়ে অপরজন কামড়ের শিকার হোন। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, আমি ও কুকুর থেকে রক্ষা পায়নি। এই কুকুর নিধন নিয়ে বহু নিউজ করেও কোন লাভ হয়নি। আইনশৃঙ্খলা মিটিং এ কুকুর নিয়ে অভিযোগ করেছিলাম ফলাফল শূন্য। পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবী জানাচ্ছি অবিলম্বে কুকুর নিধন এর, যাতে করে নাঈমের মত আর কোন শিশু ক্ষতবিক্ষত না হয়। শহরের প্রায় রোডেই একই চিত্র। গ্রামেও একই অবস্থা। শিক্ষক তাপস স্যার বলেন, কুকুরের আতংকে বাচ্চারা ভয়ে মানসিক সমস্যায় রুপায়িত হওয়ার আশংকা রয়েছে। মতিয়ার রহমান বলেন, আমি নিজেও কুকুরের ভয়ে ফজরে মসজিদে যেতে ভয় আছি।স্কুলগামী ছেলে মেয়েরা ভয়ে স্কুলে যেতে চায় না । অভিভাবকরা চরম আতঙ্কিত। বিশেষ করে কোচিং পাড়া খ্যাত কাচারিপাড়া, পুজা মন্দিরের সামনে, আলহেরা মডেল একাডেমির সামনে, থানার সামনে, গোড়াউন মোড়, ভেড়ামারা ডায়াবেটিস সমিতির সামনে, বাসস্ট্যান্ড কাচারীপাড়া খাঁপড়ারোড়সহ ভেড়ামারা প্রায় রোডেই একই চিত্র দেখা যায়। বেওয়ারিশ কুকুরের আতংক নিয়ে এমন শত শত মানুষের অভিযোগ এই পথ কুকুরদের নিয়ে। ভুক্তভোগী এবং এলাকা বাসী অবিলম্বে উপজেলা এবং পৌর প্রশাসন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।।

ভেড়ামারাবাসী বেওয়ারিশ কুকুর আতংকে! নাঈমের মত আর কত শিশু ক্ষতবিক্ষত হলে পৌর কর্তৃপক্ষের টনক নড়বে???

Update Time : ০৭:২০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ভেড়ামারাবাসী বেওয়ারিশ কুকুর আতংকে! নাঈমের মত আর কত শিশু ক্ষতবিক্ষত হলে পৌর কর্তৃপক্ষের টনক নড়বে???

জাহাঙ্গীর খাঁন। কুষ্টিয়ার ভেড়ামারায় বেওয়ারিশ পথ কুকুরের অত্যাচারে অতিষ্ঠ ভেড়ামারা বাসী। যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভেড়ামারা বাসী। ভোর থেকে শুরু হয় ছাত্র ছাত্রীদের কোচিং। অপরদিকে রাস্তার রাজা রাস্তা দখল করে শুয়ে থাকে পথ কুকুরের দল। প্রায় বাচ্চাদের ঘেউ করে তেড়ে যায় এমনকি কামড় ও মারে হরহামেশাই। ভয় পেয়েও অনেক বাচ্চা রাস্তায় জ্ঞান ও হারানোর ঘটনা ঘটেছে।গতকাল ২৭ সেপ্টেম্বর মা সাথে থেকেও রক্ষা করতে পারেনি শিশু নাঈম কে। নাঈম(৫) নামের শিশু বাচ্চাটিকে কুকুর কামড়িয়ে ক্ষতবিক্ষত করেছে। ভেড়ামারা সিএনজি স্ট্যান্ডে মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওই একই কুকুর কিছুক্ষণ পর সিএনজি স্টেশনের পাশেই বেঁধে রাখা একটি ছাগলকে কামড়ায়। আজও সকাল ৬ টার কাচারীপাড়াস্থ মন্দির রোডে ২ টা বাচ্চা কে কুকুর তেড়ে গেলে তারা চিল্লাতে চিল্লাতে দৌড় দিতে গিয়ে পড়ে গিয়ে ১ জন অজ্ঞান হয়ে পড়ে অপরজন কামড়ের শিকার হোন। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, আমি ও কুকুর থেকে রক্ষা পায়নি। এই কুকুর নিধন নিয়ে বহু নিউজ করেও কোন লাভ হয়নি। আইনশৃঙ্খলা মিটিং এ কুকুর নিয়ে অভিযোগ করেছিলাম ফলাফল শূন্য। পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবী জানাচ্ছি অবিলম্বে কুকুর নিধন এর, যাতে করে নাঈমের মত আর কোন শিশু ক্ষতবিক্ষত না হয়। শহরের প্রায় রোডেই একই চিত্র। গ্রামেও একই অবস্থা। শিক্ষক তাপস স্যার বলেন, কুকুরের আতংকে বাচ্চারা ভয়ে মানসিক সমস্যায় রুপায়িত হওয়ার আশংকা রয়েছে। মতিয়ার রহমান বলেন, আমি নিজেও কুকুরের ভয়ে ফজরে মসজিদে যেতে ভয় আছি।স্কুলগামী ছেলে মেয়েরা ভয়ে স্কুলে যেতে চায় না । অভিভাবকরা চরম আতঙ্কিত। বিশেষ করে কোচিং পাড়া খ্যাত কাচারিপাড়া, পুজা মন্দিরের সামনে, আলহেরা মডেল একাডেমির সামনে, থানার সামনে, গোড়াউন মোড়, ভেড়ামারা ডায়াবেটিস সমিতির সামনে, বাসস্ট্যান্ড কাচারীপাড়া খাঁপড়ারোড়সহ ভেড়ামারা প্রায় রোডেই একই চিত্র দেখা যায়। বেওয়ারিশ কুকুরের আতংক নিয়ে এমন শত শত মানুষের অভিযোগ এই পথ কুকুরদের নিয়ে। ভুক্তভোগী এবং এলাকা বাসী অবিলম্বে উপজেলা এবং পৌর প্রশাসন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।।।