
ভেড়ামারায় কুষ্টিয়া সাহিত্য পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।
নিজস্ব প্রতিবেদক// ভেড়ামারায় কুষ্টিয়া সাহিত্য পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘব করতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কেএসপি)। ‘বিশুদ্ধ সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম’ স্লোগানকে ধারণ করা এই সংগঠনটির উদ্যোগে উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ভেড়ামারা আলিম মাদরাসা মাঠে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট গল্পকার, কবি ও সংগঠক আসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। প্রধান অতিথির বক্তব্যে ডা. গাজী আশিক বাহার বলেন, “সাহিত্য চর্চার পাশাপাশি সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো কুষ্টিয়া সাহিত্য পরিষদের একটি অনন্য মানবিক উদ্যোগ। তাদের এই সামাজিক দায়বদ্ধতা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।” খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক আরশেদ আলী, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. রেজাউল করিম, ভেড়ামারা বন কর্মকর্তা ও কবি মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং ভেড়ামারা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. রবিউল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি আশরাফুল ইসলাম চাঁদ, কবি ও নাট্যকার শাহিনুর হালিম, বিশিষ্ট আবৃত্তিকার বিদ্রোহী মোস্তফা, কবি নুরুল ইসলাম নুরু, কবি মওলা বক্স, ফিউচার ব্রাইট মডেল স্কুলের প্রধান শিক্ষক জহুরুল হক, কবি আমেনা খাতুন, কবি তরিকুল ইসলাম তারিক, কবি আফসানা তানিয়া অপু, সাংবাদিক জাহাঙ্গীর খাঁন, সাংবাদিক মাসুদ রানা, কবি মো. ফরিদ, কবি সুলতান মাহমুদ ও মো. আব্দুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, সাহিত্য কেবল শব্দের বিন্যাস নয়, বরং মানুষের কল্যাণে কাজ করাও সাহিত্যের অংশ। কেএসপি তাদের এই কার্যক্রমের মাধ্যমে সেই সত্যটিই প্রমাণ করেছে। অনুষ্ঠান শেষে এলাকার বিপুল সংখ্যক অসহায় ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
Reporter Name 








