
ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।।
দৈনিক জনতার কন্ঠ । কুষ্টিয়ার ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব এবং এবিসি ন্যাশনাল নিউজ আয়োজিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের হলরুমে ভেড়ামারার সাংবাদিকদের নিয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের পাশাপাশি নবীন প্রবীণ সাংবাদিকদের এক মিলন মেলায় পরিণত হয়।উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এবিসি ন্যাশনাল নিউজ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক সাপ্তাহিক মুকুর পত্রিকার সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, মানব জমিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহজামাল, দক্ষিণ বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ প্রমূখ। উপস্থিত ছিলেন, ভেড়ামারার প্রবীণ সাংবাদিক ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সাহাব উদ্দিন সাবু, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব এবং এবিসি ন্যাশনাল নিউজ এর উপদেষ্টা এ্যাডভোকেট মনির উদ্দিন, নয়া দিগন্ত প্রতিনিধি মাসুদ করিম, প্রতিভা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাংবাদিক ফিরোজ মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক সমাজ সেবক আব্দুল আলিম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আনোয়ার পারভেজ শান্ত, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ সরকার, সাংবাদিক জাহাঙ্গীর খাঁন, উজ্বল হোসেন, সুলতান মাহমুদসহ প্রায় শতাধিক সাংবাদিকবৃন্দ।ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এবিসি ন্যাশনাল নিউজ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম বলেন, ভেড়ামারার সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধতা অতীব গুরুত্বপূর্ণ। অসহায়, বেকার সাংবাদিকদের পাশে দাঁড়ানো হবে।ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, সারা দেশে সাংবাদিকরা ঐকবদ্ধ না থাকায় আজ নির্যাতিত নিপীড়িত। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধতা আজ সময়ের দাবী। কে বড় কে ছোট এটা না ভেবে আমাদের পরিচয় হোক একটাই আমরা সাংবাদিক। কাঙ্গাল হরিনাথের তীর্থস্হান কুষ্টিয়া সহ সারাদেশে সুস্থ ধারার সাংবাদিকতা দিন দিন হারাতে চলেছে। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব সুস্থ ধারার সাংবাদিকতা করে। সার্বিক পরিস্থিতি ভেবে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।আরো বলেন, সকল মৃত সাংবাদিকদের ছবি ও মৃত তারিখ সংগ্রহের কাজ চলছে, শীঘ্রই ক্লাবে সবার ছবি সম্বলিত বোড টাঙানো হবে এবং ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণীকায় সকল সাংবাদিকদের নামের তালিকা প্রকাশ করা হবে।উপস্থিত সকল সাংবাদিক একে অপরের সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে একে অপরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।আল্লাহ আমাদের সকলকে দীর্ঘ নেক হায়াত ও সুস্থতা দান করুন ক্ষমা করুন এবং সকল মৃত ব্যক্তিদের কে বেহেশত নসীব করুন। আমিন।দোয়া পরিচালনা করেন ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ঈমাম হাফেজ আল-আমিন।অনুষ্ঠান টি পরিচালনা করেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা।।