
কুষ্টিয়ার পুলিশ সুপারের সঙ্গে গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক// কুষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে শনিবার(১০জানুয়ারি) সকাল ১০টায় ভেড়ামারা থানা চত্বরে কুষ্টিয়ার পুলিশ সুপারের সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জনাব জাহিদুর রহমানের সভাপতি কে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা সহকারী কমিশনার ডাক্তার গাজী আশিক বাহার,অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শিকদার মোঃ হাসান ইমাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা-দৌলতপুর) সার্কেল মোঃ দেলোয়ার হোসেন। উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, মোঃ আব্দুল গফুর-সহ বিভিন্ন দলের সংসদ সদস্য প্রার্থীরা, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মহঃ তৌহিদুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক মোঃ শাজাহান আলী, জামায়াতে ইসলামীর কুষ্টিয়ার শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Reporter Name 








